ঢাকা, ২২ এপ্রিল- ছোট দৈর্ঘ্যের ক্রিকেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শ্রীলঙ্কা সফরে গিয়ে হঠাৎ অবসরের ঘোষণা দেওয়ার পর একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছিল, যে কে হচ্ছেন পরবর্তী টি-টোয়েন্টি দলনেতা? যদিও উত্তরের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। বিসিবি সভাপতি জানিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানই হতে যাচ্ছেন টি-টোয়েন্টিতে টাইগারদের পরবর্তী কাণ্ডারী। অবশেষে আজ শনিবার বোর্ডের নির্বাহী কমিটির ১৬তম সভায় সাকিবকে নেতৃত্বভার দেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে আইপিএল খেলতে সাকিব ভারতে অবস্থান করছেন। জানা গেছে, বোর্ড সভায় সাকিবের পাশাপাশি আরও দুই-একজনের নাম এসেছিল। তবে সবার চেয়ে এগিয়ে ছিলেন সাকিবই। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে মাশরাফির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার আগে বিভিন্ন সময়ে বাংলাদেশের ক্রিকেটের তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2owwumC
April 23, 2017 at 12:19AM
22 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top