নয়াদিল্লি, ৩০ এপ্রিলঃ ৩১-তম মন কি বাত পর্বে দেশবাসীর মনে ইপিআই সংস্কৃতি গড়ে তোলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি নতুন প্রজন্মের ছেলেমেয়েদের নতুনভাবে চিন্তাভাবনার পরামর্শ দেওয়ার কথা জানান তিনি।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নির্দেশানুসারে ভিআইপি গাড়িতে লাল বাতি ব্যবহার বাতিল করা হয়েছিল। জরুরি পরিসেবা ছাড়া অন্য কোনও ভিআইপি গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারবে না। এ কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ভিআইপি সংস্কৃতি দেশবাসীর মাথার মধ্যে জায়গা করে নিয়েছে। এবার মাথা থেকে সেই মুছে ফেলতে হবে। বদলে ইপিআই অর্থাৎ এভরি পার্সন ইজ ইম্পর্ট্যান্ট ধারণা মাথায় রাখতে হবে।’
নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য প্রধানমন্ত্রীর বলেন, ‘ছুটির দিনগুলিতে নতুন কিছু করতে হবে। নতুন জায়গায় বেড়াতে গিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করতে হবে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2ptUFn5
April 30, 2017 at 03:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন