কলকাতা, ০৮ এপ্রিল- সহকর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় তিন বছর ধরে সহবাস, ধর্ষণ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হলো তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজারকে। তরুণীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ম্যানেজারের ভাইকেও। ধৃত দুজনেই ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ। ধৃত আইটি কর্তার নাম অজিত সিং। অজিত রাজারহাটের একটি আইটি সংস্থার মানবসম্পদ উন্নয়ন বিভাগের ম্যানেজার। তার ভাইয়ের নাম অমরজিৎ সিং। অভিযোগকারী তরুণী ওই নামি তথ্যপ্রযুক্তি সংস্থাতেই চাকরি করতেন। ২৮ বছরের ওই তরুণীর বাড়ি নিউ বারাকপুর থানা এলাকায়। অজিত ও অমরজিতের আচরণে অতিষ্ঠ হয়েই কয়েকদিন আগে চাকরি ছাড়তে কার্যত তিনি বাধ্য হন বলে জানা গিয়েছে। অভিযোগ, বছর তিনেক ধরে তরুণীর সঙ্গে সহবাস করত বছর তিরিশের অজিত। দিনের পর দিন তাকে ভয় দেখিয়ে ধর্ষণও করা হয়। অশ্লীল ইঙ্গিত করত অমরজিৎও। সম্প্রতি তরুণী বিয়ের জন্য চাপ দেন অজিতকে। এর পরই ব্ল্যাকমেইলিং শুরু করে অজিত। ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি দেখিয়ে ভয় দেখানো শুরু করে সে। চলে ব্ল্যাকমেইলিং। উল্টে তরুণীকে ভয় দেখিয়ে তার কাছ থেকে ফ্ল্যাট, বাড়ি-গাড়ি দাবি করতে থাকে। গতকালই নিউটাউন থানায় বিস্তারিত জানিয়ে অভিযোগ করেন তরুণী। এর পরই রাতে নিউটাউনের ভাড়াবাড়ি থেকে দুই ভাইকে গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ। শুক্রবার ধৃত দুজনকে বারাসত আদালতে তোলা হয়েছে। অজিতের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলায় ধারা যুক্ত করা হচ্ছে বলে সূত্রে খবর। আগেও একইভাবে তারা কোনো মহিলাকে উত্ত্যক্ত করেছিল কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে। জামশেদপুর পুলিশের সঙ্গেও যোগাযোগ রাখছে নিউটাউন থানার পুলিশ।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oc5PO5
April 08, 2017 at 07:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top