গুপ্তচরবৃত্তির দায়ে চীনে মার্কিন নারীর কারাদণ্ড

thtগুপ্তচরবৃত্তির মঙ্গলবার চীনের একটি আদালত মার্কিন নারী ব্যবসায়ী স্যান্ডি ফান-গিলিসকে দোষী সাব্যস্ত করে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে। সাজা খাটার পরে সে দেশ থেকে তাকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে বেইজিং প্রশাসন।

যুক্তরাষ্ট্রের হিউস্টনের এই বাসিন্দা ২০১৫ সালের মার্চ মাস থেকে চীনের হেফাজতেই আটক ছিলেন। স্যান্ডি ফান-গিলিস চীনা বংশোদ্ভূত হলেও জন্ম ভিয়েতনামে। মার্কিন নাগরিক হিসেবে থাকেন হিউস্টনে। কাজের সূত্রে চীনে গিয়েছেন বেশ কয়েক বার।

২০১৫ সালের মার্চ মাসে ব্যবসায়িক কিছু কাজে চীন সফরে যেতে হয়েছিল স্যান্ডিকে। টেক্সাস থেকে বেশ কয়েক জন অফিসারের সঙ্গে চীনের দক্ষিণ অংশে গিয়েছিলেন তিনি। প্রশাসন সূত্রে দাবি, সেই দল থেকে রহস্যজনক ভাবে উধাও হয়ে যান স্যান্ডি।

তার আইনজীবী শাং বাওজান জানিয়েছেন, মঙ্গলবার দক্ষিণ চিনের নানিং-এর এক আদালতে রুদ্ধদ্বার শুনানির পরে স্যান্ডিকে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও চীনে গুপ্তচরবৃত্তির সাজা হিসেবে মৃত্যুদণ্ড দেয়া হয়। কিন্তু স্যান্ডির ঘটনা নিয়ে নজর রাখছিল জাতিসংঘের একটি প্যানেল।

তারা জানিয়েছে, আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে মার্কিন ওই নারীকে আটক করেছে চিন। বিষয়টি নিয়ে যাতে স্বচ্ছ বিচার হয়, তার জন্য চিনকে গত দু’বছর ধরেই চাপ দিয়ে আসছিল আমেরিকা। স্যান্ডির সাজা ঘোষণার বিষয়টি কানে গিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের। মঙ্গলবার রুদ্ধদ্বার শুনানিতে চিনের গুয়াংঝৌ প্রদেশে মার্কিন কনস্যুলেটের এক প্রতিনিধিকেও ঢুকতে দেয়া হয়।

তবে ওয়াশিংটনে চীনের দূতাবাস এ ব্যাপারে উচ্চবাচ্য করেনি। স্যান্ডির স্বামী জেফ গিলিস বহুদিন ধরেই স্ত্রীর মুক্তির জন্য লড়াই চালাচ্ছিলেন। যে সময়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে স্যান্ডির বিরুদ্ধে, ১৯৯০ সালের সেই সময়টা তিনি যুক্তরাষ্ট্রেই ছিলেন বলে জেফের দাবি। এই সংক্রান্ত প্রমাণ তার হাতে রয়েছে। তা সত্ত্বেও তার স্ত্রীর বিরুদ্ধে মার্কিন সরকারের হয়ে চীন গুপ্তচরবৃত্তির অভিযোগ কেন আনা হল, প্রশ্ন তুলেছেন তিনি।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2p88xVg

April 28, 2017 at 12:10AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top