ভুল সিডনিতে উড়ে গেলেন ডাচ ছাত্র

vwকিছু কিছু অবিশ্বাস্য অফার যে আসলেই বিশ্বাস করা উচিত না সেটি বেশ কঠিন উপায়ে শিখতে হয়েছে ডাচ এক ছাত্রকে।

১৮ বছরের মিলান শিপার এই শিক্ষা পান যখন নেদারল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে যাওয়ার পরিবর্তে কানাডার সিডনিতে গিয়ে পৌঁছান।

কানাডার সিবিসিকে দেয়া সাক্ষাতকারে মি. শিপার বলেন, তিনি বিমানের ঐ টিকেটটি কিনেছিলেন কারণ তার দাম ছিল অন্যান্য টিকেটের তুলনায় কম।

তার পরিকল্পনা ছিল বিমান থেকে নেমে সোজা সমুদ্র সৈকতে চলে যাবেন। কিন্তু তার পরিবর্তে পাতলা একটি জ্যাকেট গায়ে বিমান থেকে নেমেই তিনি পড়েন প্রায় তুষারঝড়ের মতো এক পরিস্থিতিতে।

টরন্টোতে পৌছানোর পর যখন তাকে এয়ার কানাডার ছোট একটি বিমানে ওঠানো তখনি তার সন্দেহ হয় যে কিছু একটা বোধহয় ভুল হচ্ছে।

“উড়োজাহাজটি ছিল খুবই ছোট। আমি ভাবছিলাম, এটি কি অস্ট্রেলিয়া পর্যন্ত যেতে পারবে?” সিবিসিকে বলেন মি. শিপার।

তবে এই প্রথম কোন অসহায় পর্যটক এই ভুল করেনি।

২০০২ সালে তরুণ এক ব্রিটিশ যুগলও একই ভুল করেছিল।

২০০৯ সালে আরেক ডাচ ভদ্রলোক তার ছেলেকে নিয়ে এখানে পৌঁছান এবং ২০১০ সালে কয়েকজন ইটালিয়ান পর্যটকও একই ভুল করেন।

মি. শিপার কানাডার নোভা স্কশিয়া অঙ্গরাজ্যের সিডনিতে পৌছানোর পর বিমানের কর্মীরা তাকে টরন্টোতে ফিরে যাওয়ার টিকেট নিতে সাহায্য করেন। যাতে তিনি সেখান থেকে নেদারল্যান্ডে ফিরে যেতে পারেন।

মি. শিপারের বাবা সিবিসির সাথে সাক্ষাতকারে বলেন, অ্যামস্টারডামের বিমানবন্দর থেকে ছেলেকে নিয়ে বাসায় ফেরার সময়টা তিনি “প্রচুর হেসেছেন”।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2nvU9mN

April 02, 2017 at 03:09PM
02 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top