রিও-র প্রতিশোধ ইন্ডিয়া ওপেন সুপার সিরিজে

নয়াদিল্লি, ২ এপ্রিলঃ রিও অলিম্পিকের ঠিক সাত মাস পর মুখোমুখি রিও ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী ফের ইন্ডিয়া ওপেন সুপার সিরিজে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে। প্রথম থেকেই সিন্ধুর চাপে বিশ্বের এক নম্বরে থাকা স্পেনের ক্যারোলিনা মারিন মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পাননি। প্রথম গেমে ৫-১ লিড নিয়ে নেন সিন্ধু। দ্বিতীয় গেমে লিড নেন ৪-০। এরপর মারিন কিছুটা চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারলেন না। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে শেষ হাসিটা হাসলেন এই হায়দরাবাদী কন্যা।

মাত্র ৪৭ মিনিটের লড়াইয়ে ২১-১৯, ২১-১৬ এর স্ট্রেট সেটে হারালেন ক্যারোলিনাকে। এই নিয়ে দ্বিতীয় সুপারসিরিজ খেতাব জিতলেন সিন্ধু। আজ জানিয়ে দিলেন, বিশ্ব ব্যাডমিনটনে আগামী কয়েকবছরের জন্য নিজের আধিপত্য বিস্তার করতে আসছেন সিন্ধু।



from Uttarbanga Sambad http://ift.tt/2ntEGmh

April 02, 2017 at 09:05PM
02 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top