কিংফিশার ভিলার নতুন মালিক এক বলিউড অভিনেতা

মুম্বই, ৮ এপ্রিলঃ অবশেষে এল দীর্ঘ প্রতীক্ষিত সেই মূহূর্ত। মালিকানা বদল হল গোয়ার কিংফিসার ভিলার। কিনলেন এক বলিউড অভিনেতা তথা ব্যবসায়ী সচীন জোশী। নির্ধারিত মূল্য ৭৩ কোটি টাকার বেশি দাম দিয়ে কিনে নিলেন ভাইকিং মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের মালিক সচিন জোশী।

এই অভিনেতাকে আজান, মুম্বই মিরর এবং জ্যাকপট সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে।

গোয়ার ক্যান্ডালিয়ামে অবস্থিত সি ফেসিং এই ভিলা অত্যন্ত আকর্ষণীয়। এসবিআই প্রথম নিলামে এর দাম রেখেছিল ৮৫ কোটি টাকা। এরপর ২০১৬ সালের ডিসেম্বরে এর মূল্য নির্ধারণ হয়েছল ৮১ কোটি। ২০১৭ সালে একধাপে ৭৩ কোটি টাকা রাখা হলেও অত্যাধিক দামের জন্য কোনোবারই সফল হয়নি এর নিলাম। অবশেষে আলোচনার মাধ্যমে এই ভিলার মালিকানা হস্তান্তর হল।



from Uttarbanga Sambad http://ift.tt/2pcXnf4

April 08, 2017 at 01:41PM
08 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top