দক্ষিণ দিনাজপুরে বরখাস্ত ৫৫ শিক্ষককে পুনর্বহালের সিদ্ধান্ত রাজ্যের

বালুরঘাট, ১৯ এপ্রিলঃ অবশেষে চাকরি থেকে বরখাস্ত হওয়া ৫৫ জন প্রাথমিক শিক্ষককে পুনর্বহাল করতে চলেছে রাজ্য শিক্ষা পর্ষদ। পার্শ্বশিক্ষকের কোটা থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে পর্ষদ ভুল শুধরে ওই শিক্ষকদের ফের পুনর্বহাল করছে। চলতি সপ্তাহেই ওই শিক্ষকরা কাজে যোগদান করবেন। বুধবার তৃণমূলের তরফে এক সাংবাদিক বৈঠক করে দলের জেলা সভাপতি বিপ্লব মিত্র এই ঘোষণা করেন। তিনি বলেন, ‘ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের নির্দেশনামা জেলাতে চলে এসেছে। দু’একদিনের মধ্যেই ওই শিক্ষকরা ফের কাজে যোগ দেবেন।’

বরখাস্ত হওয়া শিক্ষকদের হয়ে অলোক সরকার বলেন, ‘চাকরি পেয়েও হারাতে হয়েছিল। পরিবার পরিজন নিয়ে প্রবল দুশ্চিন্তায় ছিলাম।

এদিন বিপ্লব মিত্র বলেন, ‘চাকরি থেকে বরখাস্ত হওয়া শিক্ষকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা রাজ্যে যোগাযোগ করি। তারপরই শিক্ষা দপ্তর তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।’ সাংসদ অর্পিতা ঘোষ বলেন, ‘চাকরি প্রার্থীরা ডিপিএফসিতে যোগাযোগ করে শীঘ্রই কাজে যোগ দেবেন।’

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে জেলায় প্রায় ১১০০ নতুন প্রাথমিক শিক্ষককে কাজে যোগদান করানো হয়। পরে পার্শ্বশিক্ষকের তালিকায় থাকা ৫৫ জন শিক্ষককে চাকরি খোয়াতে হয়। কাগজপত্র দেখাতে না পেরে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। কয়েকদিন আন্দোলন চালিয়েও ফল না হওয়ায় ওই শিক্ষকরা জেলার মন্ত্রী, সাংসদদের দ্বারস্থ হন। তাঁদের কাছে আশ্বাস পাওয়ার পরেই আন্দোলন থামিয়ে দেওয়া হয়।



from Uttarbanga Sambad http://ift.tt/2os5ALV

April 19, 2017 at 08:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top