মালদা, ২৮ এপ্রিলঃ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের একগুঁয়েমির শিকার হতে হল পড়ুয়াদের। পরিকাঠামোর অভাবে কলেজের বারান্দায় মেঝেতে বসে পরীক্ষা দিতে বাধ্য হলেন পড়ুয়ারা।
শুক্রবার স্নাতকস্তরের বাংলা কম্পালসারি বিষয়ের পরীক্ষা ছিল। বিশ্ববিদ্যালয়ের তরফে মালদা কলেজকে নির্দেশ দেওয়া হয়, ৪ হাজারের বেশি পড়ুয়ারা পরীক্ষা একসঙ্গে নেওয়ার জন্য। কিন্তু ওই কলেজের যা পরিকাঠামো তাতে এতজন পরীক্ষার্থীর একসঙ্গে পরীক্ষা দেওয়া সম্ভব ছিল না। এই কথা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়কে লিখিতভাবে জানান মালদা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তমকুমার সরকার।
অধ্যক্ষের তরফে মালদার জেলা শাসককেও বিষয়টি দেখার অনুরোধ করা হয়। জেলা শাসকের অনুরোধে বিশ্ববিদ্যালয়ের তরফে দুই সদস্যের একটি প্রতিনিধি দল কলেজে গিয়ে রিপোর্ট দেয়। এছাড়া মালদা কলেজের ৫০-৬০ জন অধ্যাপক বিশ্ববিদ্যালয় গিয়ে এইভাবে পরীক্ষা না নেওয়ার অনুরোধ করেন।
এই বিষয়টি নিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এগজামিনেশন কমিটির বৈঠক ডাকা হয়। এরপর জানিয়ে দেওয়া হয়, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত। ৪ হাজারের বেশি পড়ুয়ার পরীক্ষা একসঙ্গেই নিতে হবে। এর ফলে এদিন সব পড়ুয়ার জন্য আসনের ব্যবস্থা করা সম্ভব হয়নি। এক বেঞ্চে পাঁচ জন করে পরীক্ষার্থী বসার পরেও অনেকেই জায়গা পাননি। তাঁদের মেঝেতে বসেই পরীক্ষা দিতে হয়।
কলেজের অধ্যক্ষ উত্তমকুমার সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মানতে আমরা বাধ্য। ফলে এইভাবেই পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন পড়ুয়ারা।’
from Uttarbanga Sambad http://ift.tt/2qlYOsd
April 28, 2017 at 03:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন