নয়াদিল্লি, ২১ এপ্রিলঃ বিবাহ বিচ্ছেদ করলে প্রাক্তন স্ত্রীকে প্রতি মাসে বেতনের ২৫ শতাংশ দিতে হবে। এমনই রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। সম্প্রতি পশ্চিমবঙ্গের হুগলির একটি মামলায় এক ব্যক্তিকে মাসে ২০ হাজার টাকা প্রাক্তন স্ত্রীকে খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতী এবং বিচারপত এম এম শান্তনাগৌদারের ডিভিশন বেঞ্চ।
আদালত সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির মাসিক বেতন বর্তমানে ৯৫,৫২৭ টাকা। কলকাতা হাইকোর্ট এর আগে তাঁকে খোরপোশ বাবদ প্রাক্তন স্ত্রীকে ২৩ হাজার টাকা করে মাসে দেওয়ার নির্দেশ দেয়। তার বিরুদ্ধে আপিল করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন ওই ব্যক্তি। শীর্ষ আদালত তার রায়ে বলেছে, কলকাতা হাইকোর্টের রায়ে কোনো অসংগতি নেই। তবে, যেহেতু ওই ব্যক্তি আবার বিয়ে করেছেন, তাই নতুন সংসারের কথা মাথায় রেখে তাঁকে তিন হাজার টাকা করে ছাড় দেওয়া হচ্ছে। শীর্ষ আদালত মনে করছে, বিবাহ বিচ্ছেদের পর কোনো মহিলা যাতে সসম্মানে সমাজে থাকতে পারেন তার জন্য তাঁর আর্থিক সংগতি থাকা জরুরি। সে জন্য প্রাক্তন স্বামীর মাসিক আয়ের এক-চতুর্থাংশ তাঁর পাওয়া উচিত।
from Uttarbanga Sambad http://ift.tt/2oWVV1N
April 21, 2017 at 11:32AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন