নয়াদিল্লি, ৬ এপ্রিলঃ বৃহস্পতিবার সংসদে শিবসেনা সাংসদদের হুমকির পর মহারাষ্ট্রের সমস্ত বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া সংস্থা কেন্দ্রের কাছে অতিরিক্ত নিরাপত্তা দাবি করল। এদিন শিবসেনা সাংসদেরা হুমকি দেন, কিভাবে এয়ার ইন্ডিয়া মুম্বই থেকে ওড়ে সেটা দেখে নেবেন তারা। অবিলম্বে সাংসদ রবীন্দ্র গাইকোয়াড়ের ওপর থেকে সমস্ত বাধা তুলে নেওয়ার দাবিও জানানো হয় শিবসেনার পক্ষ থেকে।
উল্লেখ্য, গত ২৩ মার্চ ভারতের সকল বিমানসংস্থা গাইকোয়াড়ের বিমানে ওঠার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এয়ার ইন্ডিয়া কর্মীর সঙ্গে অভব্য আচরণের জন্য তাঁকে ‘নো ফ্লাইং’ লিস্টে রাখা হয় ।
আজ সংসদে অন্যান্য সাংসদের কাছে ক্ষমা চেয়ে নিয়েও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইতে অস্বীকার করেন তিনি। তিনি বলেন, ‘এয়ার ইন্ডিয়ার কর্মীই আমার সঙ্গে দূর্ব্যবহার করে এবং কলার ধরে টানে। এছাড়া কোনোরকম অনুসন্ধান না করেই কেন প্রচার হয়ে গেল আমিই দোষী? আামার বিরুদ্ধে আইপিসি ৩০৮ ধারায় মামলা করা হয়েছে। যা লাগু হয় খুনের চেষ্টা করলে। আমি কি অস্ত্র নিয়ে ভ্রমণ করছিলাম? এটা কি ধরনের বিচার?’
from Uttarbanga Sambad http://ift.tt/2o1MduA
April 06, 2017 at 09:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন