ঢাকা: আমেরিকার রাষ্ট্রীয় সচিব রেক্স টিলারসনের আসন্ন রাশিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের কোনো কর্মসূচি রাখা হয়নি। সাংবাদিকদের এমনটি জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকোভ।
তিনি বলেন, টিলারসনের সঙ্গে বৈঠকের কোনো কর্মসূচি রুশ প্রেসিডেন্টের ডাইরিতে রাখা হয়নি।
বুধবার টিলারসনের মস্কো পৌঁছার কথা রয়েছে। মস্কোর টিলারসনের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের উত্তেজনা বৈঠক হওয়ার কথা রয়েছে।
অবশ্য টিলারসনকে কেনও দেখা দেবেন না পুতিন সে বিষয়ে কিছু বলেননি পেশকোভ। কিন্তু সিরিয়ায় আমেরিকার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে নানা প্রতিকূলতা সৃষ্টি হওয়ার কারণে পুতিন সাক্ষাৎ দেবেন না বলেই ধারণা করা হচ্ছে।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ongMwx
April 11, 2017 at 05:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.