ইসরাইলের সঙ্গে ২শ’ কোটি ডলারের অস্ত্রচুক্তি করেছে ভারত। ভারতের নিরাপত্তা খাতে এত বড় অস্ত্রচুক্তি এর আগে হয়নি।
ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাজট্রিজ এক বিবৃতিতে সংবাদমাধ্যমকে জানিয়েছে, ২শ’ কোটি ডলারের অস্ত্রচুক্তিতে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, লাঞ্চার এবং কমিউনিকেশন টেকনোলজি ভারতকে সরবরাহ করবে তারা। ভারতের নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে আনা হচ্ছে দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র।
প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকে সামনে রেখে এই চুক্তির বেশির ভাগ অংশ এ দেশেই তৈরি করা হবে বলে জানিয়েছে ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাজট্রিজ।-আনন্দবাজার
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pcAzfH
April 08, 2017 at 10:58AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন