ঢাকা, ০৮ এপ্রিল- বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ওয়ানডেতে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে অবস্থানে উন্নত হয়েছেন। গত বুধবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তিন ফরম্যাটের ক্রিকেটের সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করে। সেখানে ১৯তম স্থানে অবস্থান করছেন তামিম। গত কয়েক বছর থেকেই ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন বাংলাদেশের অন্যতম সেরা এ ওপেনার । শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে দারুণ ফর্মে ছিলেন তিনি। প্রথম ওয়ানডেতে তুলে নিয়েছিলেন দারুণ এক সেঞ্চুরি। আর সেই ইনিংসের সুবাদে ওয়ানডেতে নিজের ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে পৌঁছেছেন এ ড্যাশিং ব্যাটসম্যান। গত বুধবার ওয়ানডে ক্রিকেটের নতুন র্যাংকিং প্রকাশ করে আইসিসি। শুধু ওয়ানডে নয় তিন সংস্করণের র্যাংকিংই প্রকাশ করে তারা। সেখানে ব্যাটসম্যানদের তালিকায় আগের চেয়ে চার ধাপ এগিয়ে ১৯তম স্থানে অবস্থান করছেন তামিম। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬৩৩। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলাতেই র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তামিমের। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য ব্যাট করার সুযোগ পাননি। তৃতীয় ওয়ানডেতে করেন ৪ রান। শুধু তামিমই নয় উন্নতি হয়েছে সাকিব আল হাসানেরও। ওয়ানডেতে ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ ধাপ এগিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ৬০১ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় ২৬তম অবস্থানে উঠে এসেছেন তিনি। আর বোলিং র্যাংকিংয়ে আগের মতই ৮ নম্বর অবস্থান করছেন তিনি। আর/১৭:১৪/০৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2npTkzC
April 09, 2017 at 12:05AM
08 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top