এনগেজমেন্ট সারলেন জাহির খান

নয়াদিল্লি, ২৪ এপ্রিলঃ প্রাক্তন ভারতীয় পেসার তথা আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক জাহির খান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন তিনি। মঙ্গলবার টুইটারে শেয়ার করলেন তাঁর দীর্ঘকালীন বান্ধবী বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাতগে-র সঙ্গে এনগেজমেন্টের ছবি।

হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ‘কখনো নিজের স্ত্রীর পছন্দের ওপর হাসা উচিত নয়, কারণ আপনিও তার মধ্যে একজন।’ মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে যায় পোস্টটি। সঙ্গে সতীর্থদের শুভেচ্ছাবার্তা। ভেসে আসে প্রচুর শেয়ার ও ভুরি ভুরি শুভেচ্ছাবার্তাও।



from Uttarbanga Sambad http://ift.tt/2oI9XmI

April 25, 2017 at 07:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top