মাদকসেবীদের হাতে মাদকসেবী নিহত

চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্লাব সুপার মার্কেট এলাকায় মাদকসেবীদের হাতে ইফসুফ আলী (৪৮) নামের অপর এক মাদকসেবী নিহত হয়েছে। নিহত ইউসুফ আলী হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বহরম গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সে চাঁপাইনবাবগঞ্জ রেলবস্তি এলাকায় বসবাস করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে ক্লাব সুপার মার্কেটের সামনে মানিকের চায়ের দোকানে পিকনিক করছিল বেশ কয়েকজন। এসময় তারা অতিরিক্ত মাদক সেবন করে বেসামাল হয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটি শুরু হলে মানিক ও আব্দুল বারি সঞ্জু ইউসুফ আলীকে কিল, ঘুষি মারলে সে অজ্ঞান হয়ে ঘটনাস্থলে পড়ে থাকে। এসময় তাকে ফেলে অন্যরা পালিয়ে যায়।
পরে মধ্যরাতে সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার পুলিশ মানিক ও আব্দুল বারী সঞ্জু নামে দু’জনকে এঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে। তারা পুলিশের কাছে ইউসুফ আলীকে হত্যার কথা স্বীকার করেছে বলে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৪-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2n9PXwE

April 05, 2017 at 11:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top