নয়াদিল্লি, ১২ এপ্রিলঃ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে পেট্রোল ও ডিজেলের দাম নিয়মিত ১ মে থেকে প্রতিদিনই পরিবর্তন হবে।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (বিপিসিএল) , হিন্দুস্থান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল), যাদের দখলে দেশের ৫৮০০০ এর বেশি পেট্রোলপাম্প, সারা দেশের প্রায় ৯৫ শতাংশ বাজার দখল করে রয়েছে। পরীক্ষামূলকভাবে দেশের পাঁচটি নির্দিষ্ট শহরকে বেছে নেওয়া হয়েছে পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম পরিবর্তনের জন্য।
আইওসি-র সম্পাদক বি অশোক এদিন বলেন, ‘অবশেষে আমরা প্রতিদিন আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশের সমস্ত পেট্রোল পাম্পগুলিতে দামের বদল আনতে সক্ষম হতে চলেছি। পাইলট প্রোজেক্টের জন্য দেশের সর্বপ্রথম নির্বাচিত হওয়া এই শহরগুলি হল, অন্ধ্রপ্রদেশের পুদুচেরি ও ভাইজ্যাগ, রাজস্থানের উদয়পুর, ঝাড়খন্ডের উদয়পুর এবং চন্ডীগড়।’
ফলে, সাধারণ মানুষ পেট্রোল বা ডিজেলের হঠাৎ দাম বাড়া বা কমায় বজ্রাঘাত হতে হবে না। এই অবস্থায় নিজেকে মানিয়ে নিতে সুবিধা হবে না। এছাড়া রাজনৈতিক চাপও কম হবে বলে খবর তেল সংস্থার তরফে।
from Uttarbanga Sambad http://ift.tt/2p5DTg0
April 12, 2017 at 07:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.