ঢাকা, ২৮ এপ্রিল- হঠাৎই না করে দিয়েছে পাকিস্তান। পিসিবিকে উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, বাংলাদেশ সফর বাতিল করেছে পাকিস্তান। কিন্তু বিস্ময়কর হলেও সত্য- আইসিসির সভায় পাশাপাশি বৈঠক করে একই হোটেলে থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে মুখ ফুটে ঘুণাক্ষরেও এ কথা বলেননি পিসিবি প্রধান শাহরিয়ার খান। দেশে ফিরে তাই পাকিস্তানের না করে দেয়ায় বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি প্রধান। আজ দেশে ফিরে গুলশানে স্থানীয় মিডিয়ার সাথে আলাপে নাজমুল হাসান পাপন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর সবার মতো তিনিও পত্র-পত্রিকায় পড়েছেন, দেখেছেন- পিসিবি বাংলাদেশ সফর বাতিল করেছে। কেন বাতিল করেছে, কি কারণে পাকিস্তান জাতীয় দল জুলাইতে বাংলাদেশে আসবে না? তা এখনো অজ্ঞাত। তা জানতে উন্মুখ বিসিবি বিগ বস শুক্রবার বিকেলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাইব, কেন তারা বাতিল সফর বাতিল করেছে? কি কারণে পাকিস্তান জাতীয় দল বাংলাদেশে খেলতে যাবে না? বিসিবি প্রধান আরও জানান, যেহেতু পিসিবি এখনো বিসিবিকে আনুষ্ঠানিকভাবে সফর বাতিলের কথা জানায়নি। কী কারণে বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি- তাই আমরাও প্রতিক্রিয়া ব্যক্ত করিনি। আগে পিসিবি আনুষ্ঠানিকভাবে আমাদের জানাক। তখন আমরা আনুষ্ঠানিকভাবে তাদের কাছে ব্যাখ্যা চাইব, কী কারণে বাংলাদেশ সফর বাতিল করা হলো? আমরাও আনুষ্ঠানিকভাবে পিসিবির কাছে কারণ জানতে চাইব কেন ও কী কারণে তারা সফর বাতিল করল? আর/১৭:১৪/২৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oEvq4i
April 29, 2017 at 12:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top