ঢাকা, ০৮ এপ্রিল- বাংলাদেশ ক্রিকেটকে বদলে দেওয়া মানুষটির নাম মাশরাফি বিন মতুর্জা। তার হাত ধরে টাইগাররা পেয়েছে একের পর এক সাফল্য। জন্মদিয়েছে অনেক রেকর্ডের। যে সাফল্যে আজ গোটা বিশ্ব বাংলাদেশকে সমীহের দৃষ্টিতেই দেখে। কিন্তু গত ৪ মার্চ টি-টোয়েন্টি থেকে মাশরাফি বিন মর্তুজার হঠাৎ অবসরের ঘোষণায় কান্নায় ভেঙে পড়েন তার ভক্তরা। জীবন্ত এই কিংবদন্তীকে সন্মান জানাতে তার জীবনী নিয়ে মোবাইল অ্যাপ প্রকাশ করেছে ৭১ ল্যাব । মাশরাফির সংক্ষিপ্ত জীবনী নিয়ে মাশরাফি- দ্যা ক্যাপ্টেন নামে মোবাইল অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এই ঠিকানায় (goo.gl/hRy8jO)। অনুপ্রেরণার এই মানুষটির গল্প যেন সবাই খুব সহজেই জানতে পারে সেজন্যই অ্যাপটি বাজারে আনা হয়েছে যা অফলাইনেও ব্যবহার করা যাবে। মাশরাফি- দ্যা ক্যাপ্টেন নামের অ্যাপটিতে রয়েছে, মাশরাফির সংক্ষিপ্ত জীবনী, মাশরাফির উক্তির সংকলন, মায়ের ও বাবার মুখে মাশরাফির গল্প, দুর্লভ কিছু ছবি ও তার বিভিন্ন ম্যাচের পরিসংখ্যানসহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য। যা তাদের ভক্তদের অনুপ্রেরণা জোগাবে। অ্যাপটির ডেভলপার ফেরদৌস বলেন, মাশরাফির প্রতি সম্মান ও ভালোবাসা থেকে এই অ্যাপটি বানানো হয়েছে। এই অ্যাপটির মাধ্যমে ক্রিকেটপ্রেমীরা খুব সহজেই মাশরাফি সম্পর্কে সম্যক ধারণা পাবেন। গত ২৪ ঘণ্টায় অ্যাপটি এক হাজার জনেরও বেশি ব্যবহারকারী ডাউনলোড করেছেন। আর/১৭:১৪/০৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pdhMkq
April 09, 2017 at 12:20AM
08 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top