মুম্বাই, ২৭ এপ্রিল- প্রয়াত হলেন অভিনেতা বিনোদ খন্না। এ দিন মুম্বইয়ের একটি হাসপাতালে প্রয়াত হন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। আজ সকাল আটটায় প্রয়াত হন তিনি। বেশ কিছুদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা। ১৯৪৬ সালের ৬ অক্টোবর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে জন্ম হয় বিনোদ খন্নার। ১৯৬৮ থেকে ২০১৩ পর্যন্ত প্রায় ১৪১টি ছবিতে অভিনয় করেন তিনি। অমর আকবর অ্যান্টনি, পূরব অউর পশ্চিম, আন মিলো সজনা-র মতো বহু সুপারহিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। তিন পুত্র এবং এক কন্যাকে রেখে গেলেন এই অভিনেতা। এক সময়ে ওশো রজনীশের শিষ্যত্ব নিয়েছিলেন তিনি। তাই নিয়ে প্রচুর বিতর্ক সহ্য করতে হয়েছিল তাঁকে। আর/১৭:১৪/২৭এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pCHX8t
April 28, 2017 at 12:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top