শালকুমারহাটে অগ্নিগর্ভকরলা বাজার

শালকুমারহাট, ১০ এপ্রিলঃ সোমবার সকালে হঠাৎ করলার দাম পড়ে যাওয়ায় অগ্নিগর্ভ হয়ে উঠল আলিপুরদুয়ার জেলার শালকুমারহাট বাজার। এদিন প্রায় ৪০ টন করলা বাজারে আসে। প্রথম দিকে দর কেজি প্রতি চার টাকা হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে করলার দাম কমে দাঁড়ায় কেজি প্রতি দু টাকায়। এরপর সকাল দশটা নাগাদ স্থানীয় পাইকাররা করলা কেনা বন্ধ করে দেন। ক্ষুব্ধ চাষিরা হাটের মধ্যেই করলা ফেলে দিয়ে করলার স্তুপে লবণ ঢেলে দেন এবং আগুনও লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশবাহিনী আসলে তাদের ওপর আক্রমণ করে উত্তেজিত জনতা। এরপর আলিপুরদুয়ারের এস ডি পি ও ওয়াংদেন ভুটিয়া ও থানার আইসি প্রদীপ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এই পরিস্থিতি ও পরিস্থিতির সমাধানে স্থানীয় চাষি ও পাইকারদের সঙ্গে একটি বৈঠকে বসতে চলেছেন পঞ্চায়েত প্রধান ও পুলিশ প্রশাসন।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2oXdVLR

April 10, 2017 at 04:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top