চেন্নাই, ৭ এপ্রিলঃ ১২ এপ্রিল উপনির্বাচন। তার দিন কয়েক আগে শশীকলার দল পড়ল আয়করের গেরোয়। আরকে নগর নির্বাচনকেন্দ্রের প্রার্থী তথা স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর, অভিনেতা শরৎ কুমার এবং শশীকলার বেশ কয়েকজন সমর্থকের বাড়িতে শুক্রবার কেন্দ্রের নির্দেশে আয়কর দপ্তর অভিযান চালাল।
টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে চারটি মামলা দায়ের করা হয়েছে বিজয়ভাস্কর ও দলের অন্যান্যদের বিরুদ্ধে। অভিযোগ, এরা সকলেই ভোটের আগে শশীকলা শিবির টিটিভি দিনাকরনের জন্য টাকা দিয়ে ভোট কিনতে অতিসক্রিয়। টাকা দেওয়ার অভিযোগের ভিত্তিতেই আয়কর দপ্তরের এই অভিযান। বিজয়ভাস্করের গ্রিনওয়েজ রোডের বাড়িতে দশজন আয়কর আধিকারিকের সঙ্গে মোতায়েন ছিল চারজন সিআরপিএফ জওয়ান।
অফিস ও বাড়ি ছাড়াও তল্লাশি চালানো হয় গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিভিন্ন জায়গায়। চেন্নাইয়ের একটি রিপোর্ট অনুযায়ী, শশীকলার দল নির্বাচনের আগে অন্যান্য দলের চেয়ে টাকা দিয়ে ভোট কেনার ব্যাপারে অনেক বেশি এগিয়ে।
from Uttarbanga Sambad http://ift.tt/2oHAKDz
April 07, 2017 at 02:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন