তাওয়াং, ৯ এপ্রিলঃ দলাই লামার অরুণাচল সফর ঘিরে বেজিং যতই হুমকি দিক না কেন তাতে দমতে নারাজ মোদি সরকার। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত আরও শক্ত করে তিব্বতি ধর্মগুরুকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলল আরএসএস। অরুণাচলের সংঘ নেতৃত্ব ইতিমধ্যেই এব্যাপারে প্রচার শুরু করে দিয়েছে।
পশ্চিম কামেং জেলার আরএসএস নেতা লুনদুপ চোসাং বলেন, ‘দলাই লামাকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার ব্যাপারে আমরা এখনও পর্যন্ত ৫ হাজারের কাছাকাছি সই সংগ্রহ করেছি। ২৫ হাজার সই সংগ্রহ করে আমরা দলাই লামাকে ভারতরত্ন দেওয়ার আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠিয়ে দেব। নোবেল শান্তি সম্মান ভূষিত দলাই লামাকে ভারতরত্ন দেওয়া নিয়ে আরএসএসের এই উদ্যোগ সম্পর্কে জানতে চাওয়া হলে চোসাং বলেন, ‘উনি নিজেকে ভারতের সন্তান বলে মনে করেন। তাছাড়া সবথেকে বেশিদিন ধরে এদেশের অতিথি থাকার বিষয়টির জন্যও উনি সম্মানিত বোধ করেন।’
from Uttarbanga Sambad http://ift.tt/2omHrtD
April 09, 2017 at 09:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন