সুপার ওভারে গুজরাটকে হারাল মুম্বই

রাজকোট, ৩০প্রিলঃ এবারের আইপিএলের প্রথম সুপার ওভারের সাক্ষী থাকল রাজকোট। যদিও সুপার ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫ রানে হেরে গেল হোম টিম গুজরাট লায়ন্স। বল হাতে কামাল করলেন মুম্বইয়ের জশপ্রীত বুমরাহ। জিততে হলে গুজরাটকে ১২ রান করতে হবে এই অবস্থায় বুমরাহ খরচ করলেন মাত্র ৬ রান। তার মধ্যে একটি নো বল ও একটি ওয়াইড। বুমরাহর স্লোয়ারগুলি বুঝতেই পারলেন না গুজরাটের অ্যারন ফিঞ্চ ও ব্রেন্ডন ম্যাকুলাম।

শনিবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাট। কিন্তু ফিঞ্চ (০), ম্যাকুলাম (৬), রায়না (১) কেউই ব্যাট হাতে সফল হননি। কিছুটা লড়াই করেন ইশান কিশান (৪৮) ও রবীন্দ্র জাদেজা (২৮) ও অ্যান্ড্রু টাই (২৫)। নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রান তোলে গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে মুম্বই। গুজরাটের দুরন্ত ফিল্ডিংয়ে রান আউট হন মুম্বইয়ের চারজন ব্যাটসম্যান। শেষ ওভারে মুম্বইয়ের দরকার ছিল ১১ রান। ইরফান পাঠানের প্রথম বলে ছয় মেরে শুরুটা ভালোই করেছিলেন ক্রুনাল পান্ডিয়া (২৯)।শেষ বলে দরকার ছিল ১ রান। কিন্তু রান নিতে গিয়ে রবীন্দ্র জাদেজার ডাইরেক্ট থ্রোতে রান আউট হয়ে যান ক্রুনাল। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্যাট করতে নেমে কায়রন পোলার্ডের একটি ছয় ও একটি চারের সুবাদে ১১ রান তোলে মুম্বই। কিন্তু জেমস ফকনারের পরপর দুই বলে পোলার্ড ও জস বাটলার আউট হয়ে যাওয়ায় সুপার ওভারের শেষ বল খেলতে পারেনি মুম্বই। তারপরই শুরু বুমরাহ ম্যাজিক। এই ম্যাচ জিতে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দু নম্বরে থাকল মুম্বই।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2pKFjh3

April 30, 2017 at 01:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top