স্কুল ছুটি নয় মহাপুরুষদের জন্মদিনেঃ যোগী আদিত্যনাথ

লখনউ, ১৪ এপ্রিলঃ বহুবার বিতর্কে জড়ানোর পরও শুক্রবার ভারতীয় সংবিধানের জনক ডঃ বি আর আম্বেদকরের ১২৬ তম জন্মবার্ষিকীতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নয়া মন্তব্য করলেন। তিনি বলেন, মহাপুরুষদের জন্মদিনে স্কুল ছুটি দেওয়ার পরিবর্তে ২ ঘণ্টার বিশেষ অনুষ্ঠান করা হোক, যাতে সেই মাহাপুরুষদের ব্যাপারে বিশদে জানতে পারে পড়ুয়ারা।

আরও বলেন, পড়ুয়াদের মহাপুরুষদের জীবন সম্পর্কে শিক্ষাগ্রহণে অনুপ্রাণিত করা উচিত। দেশের প্রতি তাঁদের অবদান এবং দেশের ঐতিহ্য সম্পর্কে অবগত করা উচিত। ছুটির পরিবর্তে সেই দিনগুলিতে প্রাথমিক স্কুলে পড়ুয়াদের বিনামূল্যে বইখাতা, স্কুলের ইউনিফর্ম বিতরণ করা হবে।

আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আম্বেদকর দেশের জন্য রাজনীতির ঘোর বিরোধী ছিলেন। তিনি প্রতিশ্রুতি দেন, তাঁর আমলে রাজ্যে কোনওরকম ভেদাভেদ আর অবিচার হবে না।



from Uttarbanga Sambad http://ift.tt/2oyvEs3

April 14, 2017 at 08:27PM
14 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top