বরুড়ায় ২ ইউপি নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল

বিএম মহসিন ● বরুড়া উপজেলার ২ ইউপি নির্বাচনে ১১ জন চেয়ারম্যান প্রার্থী সাধারন সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করে। ভাউকসার ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান সাধারন সদস্য ২৭ ও সংরক্ষিত পদে ৯ জন প্রার্থী এবং শাকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন সাধারন সদস্য পদে ২৪ জন ওসংরক্ষিত পদে ৭ মনোনয়ন পত্র দাখিল করেন। ভাউকসার ইউনিয়ন চেয়ারম্যান পদে আ‘লীগ থেকে আহমেদ জামান মাসুদ, বিএনপি থেকে সৈয়দ মাশরুল হক, জাতীয় পার্টি থেকে ছানাউল্লাহ, স্বতন্ত্র আনোয়ার হোসেন, মো. ইউছুফ, সাইফুল ইসলাম ও মো. দেলোয়ার হোসেন। সাধারন সদস্য পদে ২৭ জন ও সংরক্ষিত পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে। শাকপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে আ‘লীগ থেকে গাজী আবদুল মালেক, বিএনপি থেকে আবদুল খালেক মুন্সি, জাতীয় পার্টি থেকে সাইফুল ইসলাম খন্দকার ও স্বতন্ত্র মো. দেলোয়ার হোসেন মনোনয়ন পত্র দাখিল করে।সাধারন সদস্য পদে ২৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭ জন মনোনয়ন পত্র দাখিল করে। মনোনয়ন বাচাই ৩০ এপ্রিল, প্রত্যাহার ৭ মে,প্রতিক বরাদ্ধ ৮ মে ও নির্বাচন ২৩ মে অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র দাখিলের সময় আ‘লীগ থেকে উপস্থিত ছিলেন প্রার্থীসহ সাবেক বরুড়া পৌর মেয়র ও উপজেলা আ‘লীগ সদস্য বাহাদুরুজ্জামান. জেলা পরিষদের সদস্য সোহেল সামাদ, উপজেলা আ‘লীগ সদস্য নাসির উদ্দিন লিংকন, জিয়াউল কাউছার, আকতার হোসেন সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি বকতার হোসেন প্রমুখ। বিএনপি থেকে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, পৌর বিএনপির সাধারন সম্পাদক হুমায়ূন কবির পাটোয়ারী, পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, উপজেলা যুবদল সভাপতি মফিজুল ইসলাম প্রমুখ। জাতীয় পার্টি থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন, জাপা নেতা একরামুল হক দুলাল,পৌর জাপা নেতা কামাল হোসেন মীর প্রমুখ।



from ComillarBarta.com http://ift.tt/2oNgN9T

April 27, 2017 at 10:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top