লিবিয়ায় নৌকা ডুবে ১০০ শরণার্থী নিখোঁজ

48471_1464547817_long
ঢাকা: লিবিয়া উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে প্রায় ১০০ শরণার্থী। উপকূলরক্ষীরা শুক্রবার সংবাদমাধ্যমকে একথা জানিয়েছে।

কোস্টগার্ডের মুখপাত্র আইয়ুব কাসিম সংবাদমাধ্যমকে বলেন, ত্রিপোলির পশ্চিমে উপশহর গারগারিশ থেকে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে প্রায় ৯৭ জন এদের মধ্যে ১৫ জন নারী ও শিশু রয়েছে। নৌকার তলা ফেটে যাওয়ায় এটি ডুবে গেছে।

বেঁচে যাওয়া ব্যক্তিরা সংবাদমাধ্যমকে জানায়, ভাঙ্গাচোড়া নৌকাটিতে প্রায় ১২০ জন আরোহী ছিল।

প্রসঙ্গত, মাত্র দুই সপ্তাহ আগে লিবিয়া উপকূলে ১৪৬জন শরণার্থীকে নিয়ে দুটি নৌকা ডুবে গিয়েছিল।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pg4VP6

April 14, 2017 at 02:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top