কলকাতা, ২৬ এপ্রিলঃ সিভিক ভলান্টিয়ার নিয়োগে হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ খারিজ করল প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চ। এর ফলে সুরক্ষিত রইল ১ লাখ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ারের চাকরি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ বুধবার জানিয়েছে, সিভিক ভলান্টিয়ার নিয়োগে আদালতের হস্তক্ষেপের দরকার নেই। হাইকোর্টের এই নির্দেশে তাই স্বস্তিতে রাজ্য সরকার। এই মামলার শুনানিতে আগেই সাময়িক স্বস্তি পেয়েছিল রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজে বহাল থাকবে সিভিক ভলান্টিয়াররা। সেই মামলার শুনানি ছিল আজ। এর আগে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়োগে বেনিয়ম হয়েছে। কিন্তু, বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার মামলা করে ডিভিশন বেঞ্চে।
from Uttarbanga Sambad http://ift.tt/2oKvUSt
April 26, 2017 at 12:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন