নয়াদিল্লি, ৬ এপ্রিলঃ টেলিকম নিয়ন্ত্রক সংস্থা (ট্রাই) এর নির্দেশে প্রাইম মেম্বারশিপ গ্রহণ এবং সামার সারপ্রাইজের ওপর রাশ টানতে বাধ্য হল রিলায়েন্স জিও সংস্থা। যার ফলে জোর ধাক্কা খেতে পারে রিলায়েন্স জিও।
প্রসঙ্গত, ৩১ মার্চ জিও প্রাইম মেম্বারশিপ গ্রহণের শেষ দিন ছিল। সেদিনই সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি সামার সারপ্রাইজের কথা ঘোষণা করেন। যেখানে ৩০৩ টাকা বা তার বেশি রিচার্জে আগামী ৩ মাস পর্যন্ত নির্দিষ্ট প্যাকের সুবিধা পেয়ে যাবেন একবার রিচার্জেই। এরপর জুলাই থেকে নতুন রিচার্জ অ্যাপ্লিকেবল হবে। প্রাইম মেম্বারশিপ গ্রহণের সময়সীমাও বাড়িয়ে ১৫ এপ্রিল করা হয়।
রিলায়েন্স জিও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত অফার প্রত্যাহার করে ট্রাই-এর এই নির্দেশ মেনে চলা হবে। রিলায়েন্সের বাজার ধরতে বেশ কয়েকবছর লাগলেও জিও-কে টেক্কা দিতে বেগ পেতে হয়েছে অন্যান্য টেলিকম সংস্থাকে। অফারবিহীন জিও বাজারদখলে কতটা সফল হবে সেটাই দেখার।
from Uttarbanga Sambad http://ift.tt/2p5StRj
April 06, 2017 at 11:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন