নিজস্ব প্রতিবেদক ● লাকসাম উপজেলার শ্রীয়াং আলহাজ ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে ‘আগামী এডুকেশন ফাউন্ডেশন’র অনুদানের ১ম কিস্তির চেক মঙ্গলবার বিকেলে হস্তান্তর করা হয়েছে। আমেরিকান এ সাহায্য সংস্থা ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব, আইপিএস, ডিপ টিউবওয়েলসহ অন্যান্য উন্নয়ন কাজের জন্য ১ম কিস্তির ২ লাখ ১৫ হাজার ৪০ টাকার চেক প্রদান করে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিন শরীফের নিকট চেকটি হস্তান্তর করেন, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোঃ সিরাজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল করিম, সিনিয়র শিক্ষক জালাল আহমদ তালুকদার, সিরাজুল ইসলাম, আবদুর রহিম, ম্যানেজিং কমিটির সদস্য সফিউল্যাহ ভূঁইয়া, মোহাম্মদ আলী প্রমুখ। চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্যকালে সিরাজুল হক কমিটির সদস্য ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, এ সাহায্য সংস্থার অনুদানের অর্থ মানুষের কষ্টার্জিত শ্রম-ঘামের টাকা থেকে পাওয়া। এ অর্থের একটি পয়সার হিসাবে গরমিল হলে বিদ্যালয়ের ভাবমর্যাদা ক্ষুন্ন হবে এবং ভবিষ্যতে ওই সংস্থা থেকে আর অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবো। তাই আগামী এডুকেশন ফাউন্ডেশনের টাকা যথাযথভাবে বিদ্যালয়ের উন্নয়ন কাজে খরচ করতে হবে। জানা গেছে, বিদ্যালয়ের উন্নয়নে ওই সাহায্য সংস্থা থেকে পর্যায়ক্রমে ১৮ লাখ ৭৫ হাজার ৫শ’ টাকা ছাড় দেয়াসহ বিভিন্ন প্রকল্পে প্রভূত উন্নয়ন কাজে সহায়তা করা হবে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল আগামী এডুকেশন ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর নাফিসা খানমের কাছ থেকে বিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ঢাকাস্থ কলাবাগান লেকসার্কাস কার্যালয়ে চেকটি গ্রহণ করেন, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও কুমিল্লা জেলা মার্কেটিং কমিটির উপদেষ্টা সদস্য মোঃ সিরাজুল হক।
from Comillar Barta™ http://ift.tt/2oxwHcV
April 04, 2017 at 07:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.