তুরস্কের গণভোট গ্রহণ শেষ, চলছে গণনা

f117f_তুরস্ক_long

ঢাকা: সংবিধান সংশোধনের বিষয়ে তুরস্কে আজ রবিবার নেয়া গণভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। আজকের গণভোটের মধ্যদিয়ে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধিসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দেশটির জনগণের সিদ্ধান্ত স্পষ্ট হবে।

দেশজুড়ে এক লাখ ৬৭ হাজার ১৪০টি ভোট কেন্দ্রে পাঁচ কোটি ৫০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে স্থানীয় সময় সকাল ৭টায় এবং অন্যান্য অংশে স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। উভয় জায়গায় বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়েছে।

আজকের গণভোটে হ্যাঁ -এর পক্ষে বেশি ভোট সংবিধানের সংশোধনী অনুমোদন পেয়ে যাবে। এমনটি হলে সংবিধানে প্রস্তাবিত সংশোধনী কার্যকর করা হবে। এর ফলে তুরস্কের রাজনৈতিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। দেশটিতে পরিপূর্ণভাবে চালু হবে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থা। এতে দেশের সকল নির্বাহী ক্ষমতার মালিক হবেন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর কোনো পদ থাকবে না।

বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান পরবর্তী দুই মেয়াদে নির্বাচিত হলে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৯ সালে।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2p7Q3pc

April 16, 2017 at 10:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top