সহজ জয় পাঞ্জাবের

মোহালি, ৩০ এপ্রিলঃ ১০ উইকেটে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে দশম আইপিএল-এ তৃতীয় জয় পেল কিংস ইলেভেন পঞ্জাব। রবিবার মোহালির বিন্দ্রা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় পাঞ্জাব অধিনায়ক ম্যাক্সওয়েল। দিল্লিকে ৬৭ রানে থামিয়ে দেওয়ার পর মাত্র ৭.৫ ওভারেই ৬৮ রান তুলে নেয় পঞ্জাব। দিল্লির তরফে উল্লেখযোগ্য রান তুলতে পারেননি কেউই।

এদিকে পাঞ্জাবের তরফে মার্টিন গাপটিল মাত্র ২৭ বলে ৫০ রান করে অপরাজিত থেকে যান। মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নেন সন্দীপ শর্মা। ২টি করে উইকেট নেন অক্ষর পটেল ও বরুণ অ্যারন।

ম্যাচের সেরা হন সন্দীপ শর্মা।



from Uttarbanga Sambad http://ift.tt/2pjrSmt

April 30, 2017 at 07:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top