ঢাকা, ০৫ এপ্রিল- পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র দিবস অনুষ্ঠিত হয়েছে গতকাল (৩ এপ্রিল)। এই দিনে সকাল ১০টা থেকে এফডিসিতে বসেছে তারকাদের মিলনমেলা। কিন্তু ইচ্ছে থাকা সত্বেও আসতে পারছেন না ঢালিউড কুইন অপু বিশ্বাস। ব্যক্তিগত কারণে গেল বছর ধরেই আড়ালে রয়েছেন অপু বিশ্বাস। সোমবার দুপুরের অপু বলেন, এই দিনে আমি চলচ্চিত্রের সবাইকে খুব মিস করছি। একেবারেই ব্যক্তিগত কারণে আড়ালে রয়েছি। তবে আর বেশিদিন নয়, খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসব। অপু বলেন, আমি পত্র-পত্রিকার মাধ্যমে জেনেছি, এফডিসিতে সকাল থেকেই নবীন-প্রবীন সকলের পদচারনায় মুখরিত। তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি সবাইকে খুব মিস করছি। সবাইকে চলচ্চিত্র দিবসের শুভেচ্ছা রইল। বাংলা ছবির সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। এদিকে সোমবার জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে প্রকাশ হয়েছে বুলবুল বিশ্বাস পরিচালিত অপু-শাকিবের রাজনীতি ছবির পোস্টার। এ প্রসঙ্গে তিনি বলেন, ছবিটি অনেক চমৎকার। এর গল্প ও নির্মাণ দর্শককে মুগ্ধ করবে। উল্লেখ্য, অপু বিশ্বাস গেল বছরের মার্চ থেকে একেবারেই লাপাত্তা! মুঠোফোনে, ফেসবুকে, হোয়াটস অ্যাপ-এ; কোথাও ছিলেন না! চলচ্চিত্র তো দূরের কথা, তিনি সঠিক কোথায় আছেন এই সন্ধানও দিতে পারছেন না তার কাছের মানুষরা। দীর্ঘ ১১ মাস পর পাওয়া যায় তার সন্ধান। বর্তমানে অপু ঢাকাতেই আছেন। শিগগির আবার চলচ্চিত্রে ফেরার ইচ্ছে আছে তার। আর/১২:১৪/০৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oFflYb
April 05, 2017 at 06:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top