চৌদ্দগ্রামে ১৫ হাজার ইয়াবাসহ আটক ৫

চৌদ্দগ্রাম প্রতিনিধি ● চৌদ্দগ্রামে পৃথক অভিযানে সাড়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর থানার গোরাই আতারামপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম হৃদয় (২২), গোরাই নাজিরপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে মতিউর রহমান (৩২), গোরাই খামারপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে জুয়েল রানা (২৪), কক্সবাজার সদরের টেকপাড়ার ইলিয়াছ আলীর মেয়ে মরিয়ম বেগম (৩৮) ও চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের পূর্ব শাহাপুর গ্রামের আলী আকবরের ছেলে মনির হোসেন (৩৪)।

রবিবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এএসআই শাহজাহান ও এএসআই হিরণ কুমার দে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা দোয়েল চত্বর থেকে শনিবার রাতে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ ব্যবসায়ী মনির হোসেন আটক করা হয়। অপর অভিযানে সন্ধ্যায় মহাসড়কের থানা গেইট থেকে একটি প্রাইভেটকারে ৭ হাজার পিস ইয়াবাসহ হৃদয়, মতিউর, রানা ও মরিয়মে আটক করা হয়।



from ComillarBarta.com http://ift.tt/2ohzjf7

April 23, 2017 at 03:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top