কোচবিহার, ০২ এপ্রিল- রাজ্যে বিজেপির ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে৷ এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীকেই দুষলেন সুজন চক্রবর্তী৷ রবিবার কোচবিহারে দলের জেলা কার্যালয়ে দলীয় কর্মসূচীর ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, রাজ্যে বিজেপিকে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে বিজেপিকে রুখতে পারবে একমাত্র বামেরাই৷ রাজ্যে বিজেপির ক্ষমতা রুখে দেওয়ার ব্যাপারে দলীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ প্রসঙ্গে মন্তব্য করেন সুজন চক্রবর্তী। তিনি আরও জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যখনই এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে কিছু বলেন, তখন বুঝে নিতে হবে, ডাল মে কুছ কালা হ্যায়৷ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিজেপি বিরোধিতার কথা বললেও, লোকসভায় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বক্তব্য পেশ করার আগেই ওয়াকআউট করে যান তিনি সেখান থেকে৷ এরফলে কেন্দ্রের অনেক বেশি সুবিধা করে দিচ্ছেন তিনি। তিনি আরো বলেন, এই রাজ্যে বিজেপিকে নিয়ে এসেছে মমতা ব্যানার্জি। আর এই সরকারের শাসনে রাজ্যে আরএসএসের শক্তি বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে, ততদিন বিজেপির শক্তি এভাবেই বেড়ে যাবে৷ সুজন চক্রবর্তী জানিয়েছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে থাকবেন ততদিনই বিজেপির ক্ষমতা বেড়েই যাবে৷ তাঁর দাবি, রাজ্যের বিজেপিকে রুখতে পারে একমাত্র বামেরাই। রবিবার কোচবিহারের বেশ কিছু দলীয় কর্মসূচীতে অংশ নিয়েছেন সুজন চক্রবর্তী। আগামী ২২এপ্রিল কোচবিহারে সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরি জনসভা করবেন। তাই জনসভার আগে জেলা জুড়ে সংগঠনকে আরও বেশি শক্তিশালি করে তোলার কাজে নেমেছে এই দল। দলের জেলা সম্পাদক তারিনী রায় বলেন, ২২ এপ্রিলের সমাবেশকে কেন্দ্র করে জেলার মানুষদের কাছে পৌছনোর কাজ করবে দল। জেলায় ১ লক্ষ ২৫ হাজার মানুষের কাছে পৌছানোর লক্ষমাত্রা নেওয়া হেয়েছে৷ ৩ এপ্রিল থেকে মানুষের কাছে সমাবেশের দাবী সংক্রান্ত লিফলেট দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্য চাওয়া হবে। ১০ এপ্রিলের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। ১১ এপ্রিল থেকে জেলার প্রতিটি এলাকায় প্রচার কর্মসূচি শুরু করবে দল। এদিন তারিণী রায় বলেন, গত আর্থিক বছরে জেলার দলের ৫০ শতাংশ সদস্যপদ খারিজ করা হয়েছে৷ মূলত নিস্ক্রিয় সদস্যদের সদস্যপদ খারিজ করা হয়েছে। তারিণী রায় আরও বলেন, মূলত দলের সকলের সিদ্ধান্তেই ঠিক হয়েছিল যে নিস্ক্রিয় সদস্যদের দলে রাখা যাবেনা৷ সেই সিদ্ধান্তই কার্যকরি করা হয়েছে। গত বছর জেলায় পার্টির সদস্যপদ ছিল ১১ হাজার ৩০০ জন৷ এবার সেই সদস্যপদের সংখ্যা প্রায় ৫০শতাংশ কমে গিয়েছে বলে জানিয়েছন তিনি৷ আর/১৭:১৪/০২ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nL5X5q
April 03, 2017 at 12:36AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন