বার্লিন, ৩০ এপ্রিল- সেমিফাইনালেই থেমে গেলেন মারিয়া শারাপোভা। জার্মানির স্টুটগার্ট ওপেনের শেষ চারের লড়াইয়ে ক্রিস্টিনা মাদেনোভিচের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন তিনি। ফরাসি তারকা ক্রিস্টিনা মাদেনোভিচ শনিবার ৩-৬, ৭-৫ এবং ৬-৪ সেটে পরাজিত করেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্লকে। টুর্নামেন্টের ফাইনালে ক্রিস্টিনা মাদেনোভিচের প্রতিপক্ষ এখন রোমানিয়ার সিমোনা হ্যালেপ অথবা জার্মানির লরা সিগেমুন্ড। স্টুটগার্ট ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার ফলে আগামী মাসেই শুরু হতে যাওয়া মৌসুমের দ্বিতীয় মেজর টুর্নামেন্টে শারাপোভার অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে সংশয়। কেননা ওয়াইল্ড কার্ড পেতে হলে ফাইনালের টিকিট নিশ্চিত করার প্রয়োজন ছিল মাশার। কিন্তু আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারলেন না বিশ্ব টেনিস র্যাংকিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। সোমবারই প্রকাশিত হবে নতুন র্যাংকিং। কিন্তু শারাপোভা শীর্ষ ২০০ জনের বাইরে থাকবেন। তাই ২২ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে শারাপোভার অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে সংশয়। ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে দীর্ঘ ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে এই টুর্নামেন্ট দিয়েই কোর্টে ফিরেন শারাপোভা। শুরুটা দুর্দান্তভাবেই করেন তিনি। টানা তিন জয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন শারাপোভা। সূত্র : বিবিসি আর/০৭:১৪/৩০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qrgqDg
April 30, 2017 at 02:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top