আগরতলা, ১৪ এপ্রিল- আগরতলায় অবস্থিত বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪২৪। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে এ উপলক্ষে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরসহ বাংলার বিভিন্ন নতুন ও পুরাতন লোকশিল্পীর গানসহ বাউল গান পরিবেশন করেন। সঙ্গীতানুষ্ঠানের পর ত্রিপুরা তথা বাংলার বিশিষ্ট বাচিক শিপ্পী শাওলী রায় আবৃত্তি পরিবেশন করেন। উপস্থিত নারীদের নিয়ে অনুষ্ঠিত হয় বালিশ খেলা, পুরুষদের নিয়ে অনুষ্ঠিত হয় চোখ বেঁধে হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতা ও শিশুদের নিয়ে হয় বিস্কুট দৌড় প্রতিযোগিতা। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তারপর উপস্থিত সবাইকে পান্তা ভাত, ভর্তা দিয়ে বৈশাখী আপ্যায়ন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মোহম্মদ সাখাওয়াত হুসেইন, প্রথম সচিব মোহম্মদ মনিরুজ্জামান, দ্বিতীয় সচিব ইকবাল হোসেনসহ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের কর্মী, তাদের পরিবারের সদস্য ও আগরতলার বিশিষ্ট ব্যক্তিরা। অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার বলেন, বাংলার গ্রামীণ ও প্রচলিত ঐতিহ্যকে তুলে ধরতেই এ আয়োজন। আর/১০:১৪/১৪ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nN5nXY
April 15, 2017 at 04:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top