শিলিগুড়ি ও নকশালবাড়ি, ২৫ এপ্রিলঃ মঙ্গলবার দুপুরে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছালেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্যরা। সেখান থেকে নকশালবাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন।
এদিন দুপুরে নকশালবাড়িতে এক আদিবাসী দিনমজুর রাজু মাহালির বাড়িতে খাওয়াদাওয়া করবেন অমিত শাহ। নিরামিষ মেনুতে থাকছে ভাত, ডাল, সবজি, পাঁপড় ভাজা আর মিষ্টি। নিজের হাতে অতিথিদের খাবার পরিবেশন করবেন রাজুবাবুর স্ত্রী গীতাদেবী। রাজুবাবুর কথায়, ‘আমরা গরিব মানুষ। তবু সাধ্যমতো আপ্যায়ন করার চেষ্টা করব অতিথিকে। এত বড়ো বড়ো মানুষ আমাদের বাড়িতে আসবেন শুনেই ভালো লাগছে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2pcVYqc
April 25, 2017 at 01:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.