মহিলা সদস্যকে বহিষ্কার করল মুসলিম ল বোর্ড

লখনউ, ১৮ এপ্রিলঃ তিন তালাকের বিরোধিতা করার অপরাধে রুকসানা নিখাদ লারির সদস্যপদ পুনর্নবীকরণ করল না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমএলবি)। তিনি নয়ের দশক থেকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের অন্যতম সদস্য।

তিন তালাকের প্রসঙ্গে লখনউয়ের একটি সেমিনারে আলোচনার সময় রুকসানার সঙ্গে মৌলবাদীদের তীব্র বাদানুবাদ হয়। রুকসানা বলেছিলেন, ‘ইসলাম ধর্ম ও শরিয়তে তিন তালাক নিয়ে কিছু লেখা আছে কিনা তা আগে খতিয়ে দেখা উচিত ল বোর্ডের। তা না করে শুধুমাত্র জেদের বসে তিন তালাক প্রথা সমর্থন করা ঠিক নয়।’ তিনি দাবি করেন, কোরানের ভিত্তিতে এই মন্তব্য করছেন তিনি। গত জুন মাসে রুকসানা এমন কথা বলার পর থেকে তাঁকে ল বোর্ড বয়কট করে আসছিল। কোনো জরুরি বৈঠকে রুকসানাকে খবর দেওয়া হত না। এমনকি কোনো সাংবাদিক বৈঠকে রুকসানা উপস্থিত থাকলে তাঁকে কথা বলতে দেওয়া হত না।

অভিন্ন দেওয়ানি নীতির বিরোধীতা করে যে সই সংগ্রহ অভিযান শুরু করেছিল এআইএমএলবি তাতে ওই মহিলা সদস্যকে শামিল করা হয়নি। রুকসানা নিজে লখনউয়ের একটি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ।



from Uttarbanga Sambad http://ift.tt/2okhWGu

April 18, 2017 at 09:59PM
18 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top