ফেসবুক লাইভ , মুম্বইতে ১৯তলা থেকে ঝাঁপ ছাত্রের  

মুম্বই, ৪ এপ্রিলঃ মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ডের ১৯তলা থেকে ঝাঁপ ২৪ বছর বয়সী এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের। অর্জুন ভরদ্বাজ নামে ওই ছাত্র সোমবার ভোর ৩টে নাগাদ যথাযথ নথি জমা দিয়ে চেক ইন করে তাজে।

ঝাঁপ দেওয়ার পূর্বে কিভাবে আত্মহত্যা করতে হয় (সুইসাইড টিউটরিয়াল) তা জানাতে ফেসবুকে লাইভ করে দেখায় অর্জুন। ‘‘প্রথম ধাপ, একটি সুইসাইড নোট লিখতে হয়… দ্বিতীয় ধাপ, মাদক খাওয়া… তৃতীয় ধাপ, বাইরের দৃশ্য উপভোগ করা… চতুর্থ ধাপ, বেকন পাস্তা খাওয়া… ’’ এই ছোট্ট ভিডিওটিতে এই কথাগুলো অনর্গল লাইভ বলে চলে সে। শেষ কথা ছিল, ‘‘বন্ধুরা, অন্যপ্রান্তে আবার দেখা হবে।’’

সন্ধ্যা ৬টার কিছু পরে সে হোটেলের রুমের জানালা ভেঙে ১৯ তলা থেকে ঝাঁপ দিয়ে নীচে পড়ে। শব্দ শুনে ছুটে আসে নিরাপত্তাকর্মীরা।

বান্দ্রা পুলিশের পাওয়া তার সুইসাইড নোটে লেখা আছে, ‘আমি ড্রাগের নেশায় আসক্ত… আমি আর বাঁচতে চাই না। তাই আত্মহত্যার পথ বেছে নিচ্ছি।’

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই হতাশায় ভুগছিল অর্জুন। এর জেরেই এই সিদ্ধান্ত তার। তার পরিবার রয়েছে ব্যাঙ্গালোরে। বাবা ব্যবসায়ী। কিছুদিন আগেই সে পরিবারের সঙ্গে দেখা করে এসেছিল বলে পারিবারিক সূত্রের খবর।

১১ তলার ছাদের ওপর দেহটি পড়ায় তা উদ্ধার করতে অনেক বেগ পেতে হয়েছে পুলিশকে। পোস্ট মর্টেমের জন্য দেহ পাঠানো হয়ছে। পূর্ণ সহযোগীতার আশ্বাস হোটেল কর্তৃপক্ষের তরফে।



from Uttarbanga Sambad http://ift.tt/2oTzWrc

April 04, 2017 at 01:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top