নয়াদিল্লি, ১০ এপ্রিলঃ ইলেকট্রনিক ভোটার মেশিন (ইভিএম) নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও চড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আমআদমি পার্টির শীর্ষনেতা অরবিন্দ কেজরিওয়াল। এবার তিনি কমিশনের সঙ্গে পুরাণকথিত ‘অন্ধ ধৃতরাষ্ট্র’-এর তুলনা করলেন। তাঁর অভিযোগ, মহাভারতের হস্তিনাপুরে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধনের প্রতি যেরকম স্নেহান্ধ ছিলেন, ভারতের নির্বাচন কমিশনের অবস্থাও কিছুটা তা-ই। বর্তমান ভারতীয় রাজনীতিতে দুর্যোধন হল বিজেপি। সেই দুর্যোধনকে সুরক্ষিত রাখতে এবং অন্যায় সুবিধা পাইয়ে দিতে নির্বাচন কমিশন সব ধরনের উপায় অবলম্বন করে যাচ্ছে। কেজরিওয়াল বলেন, ‘কমিশন ন্যায়-অন্যায়ের পরোয়া করছে না।’
সম্প্রতি পঞ্জাব ও গোয়ায় আপের নির্বাচনি বিপর্যয়ের পর কেজরিওয়াল ইভিএমের ব্যবহারের বিরুদ্ধে সরব হন। দিল্লি পুরসভার আসন্ন নির্বাচনে ইভিএমের বদলে পুরোনো পদ্ধতি বা ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি জানান কেজরিওয়াল। তাঁর অভিযোগ, বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দিতে ইভিএমে কারচুপি করা হয়েছে। কমিশন অবশ্য কেজরিওয়ালের অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে। যদিও কেজরিওয়াল সহ বিরোধী দলগুলির এই অভিযোগের সারবত্তা নেই বলে কমিশন জানিয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2pmcNhq
April 10, 2017 at 11:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.