বিশ্বনাথে পুলিশ-গোয়েন্দা নজরদারীতে বাসা-বাড়ি!

index

মো. আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া,মৌলভী বাজারের নাসিরপুর জঙ্গি আস্তানায় বিভিন্ন নামে সেনা-বাহিনী ও আইনশৃংখলা অপারেশ চালিয়ে জঙ্গিদের নির্মল করতে সক্ষম হয়। সারা দেশে বেড়ে যাওয়া গোয়েন্দা নজরদারীর ব্যতিক্রম নয় প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলা। উপজেলার বাসা-বাড়িগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরদারীতে রয়েছে। সিলেটের মতো বিশ্বনাথেও গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা আরোও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে উপজেলাবাসী মনে নানান জল্পনা-কল্পনার পাশাপাশি নড়েচড়ে উঠেছেন অজানা আতঙ্কে। মৌলভীবাজারে যে দুটি বাড়িতে জঙ্গি আস্তানা ছিল,সেগুলো ব্রিটেন প্রবাসীদের। বিশ্বনাথ প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় বিভিন্ন গোযেন্দা-প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এদিকে, সিলেটের দক্ষিণ সুরমার ‘আতিয়া মহলে’ জঙ্গি আস্তনা উদঘাটনের পর প্রবাসী অধ্যুষিত এলাকা বিশ্বনাথে বসবাসরত বহিরাগত ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে নেমেছে পুলিশ। জঙ্গি তৎপরতা প্রতিরোধের সাধারণ মানুষদের নিরাপত্তা ও সচেতন করার লক্ষ্যে বহিরাগতদের তথ্য সংগ্রহ করছে পুলিশ। গত মঙ্গলবার উপজেলার সদরে বিভিন্ন জায়গায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করে শুরু করেছে পুলিশ। তথ্য গ্রহন চলমান রয়েছে।

জানাগেছে, বিশ্বনাথ উপজেলা প্রবাসী এলাকা হিসেবে পরিচিত। এ এলাকার বেশিরভাগ মানুষ স্ব-পরিবারের যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বসবাস করে আসছেন। এলাকায় রয়েছে প্রবাসীদের আলিশান বাড়ি। কিন্তু বাড়িতে থাকার মতো মানুষ নেই। প্রবাসীদের এসব বাড়িতে ভিন্নদেশীদের বসবাস। প্রবাসীরাও রয়েছে অজানা এক আতঙ্কে। তারাও দেশে থাকা আত্বীয়-স্বজনের কাছে প্রতিনিয়ত দেশের খোজ-খবর নিচ্ছে। বাসা-বাড়িতে থাকা ভাড়াটিয়াদের তথ্য পুলিশের কাছে দেয়ার জন্য বলে আসছেন।

পুলিশ বহিরাগতদের সঙ্গে কথা বলে তাদের স্থায়ী ঠিকানা, পেশা, মোবাইল নাম্বর ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করছে। বিশ্বনাথ থানা পুলিশ  এ তথ্য সংগ্রহ অভিযান পরিচালনা করেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, বাসা, কলোনী ও মেসগুলো নজদারিতে রাখা হচ্ছে।

গত মঙ্গলবার থানা পুলিশ উপজেলা সদরে অবস্থিত বেশ কয়েকটি বাসায় গিয়ে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের জন্য ফরম বিতরণ করে। উপজেলার সকল ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র ও জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় সব তথ্য থানায় জমা দেয়ার জন্য তাগিদ দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা ‘বিশ্বনাথে’ গোয়েন্দা নজরদারী বৃদ্ধির সত্যতা স্বীকার করে বলেন, এমনিতেই গোয়েন্দা সংস্থার নজরদারীতে রয়েছে বিশ্বনাথ। বর্তমান সময়ে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে তা পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে

বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম জানান, এলাকায় বসবাসরত সকল বহিরাগতসহ সকল ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য পাওয়ার পর তা যাচাই-বাছাই করা হবে। ভাড়াটিয়াদের তথ্য প্রদানে পুলিশ ও স্থানীয় ইউনিয়ন প্রশাসনকে সহযোগিতা প্রদানের জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

তিনি জানান, জনগণের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন এলাকার সকল ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ শুরু করেছি। কেউ তথ্য গোপন করলে বা জাতীয় পরিচয়পত্র যাচাইকালে ভূয়া পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে তারা জানান। পুরো উপজেলা পুলিশের নজরদারিতে রয়েছে বলে তিনি জানান।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2otvFLJ

April 01, 2017 at 07:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top