ঢাকা, ১২ এপ্রিল- মাত্র চারটি বলে ৯২ রান! শুনতে অবাস্তব মনে হতে পারে। স্বীকৃত ক্রিকেট তো দূরে থাক, গলি কিংবা মহল্লার ক্রিকেটেও এমন রেকর্ড খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু ঢাকার ক্রিকেটেই এটা করে দেখিয়েছে অ্যাক্সিওম ক্রিকেটার্স। তবে চার বলে ৯২ রান করে তোলপাড় সৃষ্টি করা অ্যাক্সিওমকে বাহবা দেওয়ার কোনো কারণ নেই। একটি জিনিস পরিষ্কার, চার বলে ৯২ রান হওয়ার পেছনে ব্যাটসম্যানের চেয়ে বোলারের ভূমিকাই বেশি। বোলার স্বেচ্ছায় না দিলে চার বলে ৯২ রান করার সাধ্য বিশ্বের কোনো ব্যাটসম্যানের নেই। ঘটনাটি ঘটেছে ঢাকার দ্বিতীয় বিভাগ ক্রিকেটে মঙ্গলবারের ম্যাচে। এদিন ঢাকার সিটি ক্লাব মাঠে মুখোমুখি হয় লালমাটিয়া ও অ্যাক্সিওম। লালমাটিয়ার দেওয়া ৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র চার বলে ৯২ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যাক্সিওম। এর মধ্যে ব্যাট থেকে এসেছে অবশ্য ১২ রান। এছাড়া ৬৫টি ওয়াইড ও ১৫টি নো-বলের সৌজন্যে ৮০ রানই এসেছে অতিরিক্ত খাত থেকে। ফলে চার বৈধ বল করার জন্য লালমাটিয়ার বোলার সুজন মাহমুদকে বল করতে হয়ে মোট ৮৪ টি। এর আগে টস হেরে আগে ব্যাট করতে নামে লালমাটিয়া। মাত্র ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৮ রানের দলীয় সংগ্রহ পায় তারা। জানা যায়, ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদে এমন কাণ্ড ঘটিয়েছে লালমাটিয়া। ম্যাচ শেষে এমন অদ্ভুত আচরণের কারণ জানতে চাইলে আম্পায়ারিং নিয়ে অভিযোগ তোলেন লালমাটিয়া ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা। তারা জানান, মাঠে নামার আগেই তারা জেনে গিয়েছিলো মাঠে তারা শত ভালো খেললেও তাদের হারতে হবে। মাঠে নেমেই শিকার হয়েছে আম্পায়ারের বাজে সিদ্ধান্তের। তাই দ্রুত ম্যাচ শেষ করার চেষ্টা করেছে তারা। বলা বাহুল্য, ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয়টি নেই। দেশের তো বটেই, বিশ্ব ক্রিকেটেও এমন নজির নেই!



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2p4ktbJ
April 12, 2017 at 07:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top