নয়াদিল্লি, ২২ এপ্রিলঃ সংস্কারের পথে হাঁটার জন্য অভাব নেই রাজনৈতিক সদিচ্ছার। এমনই দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার সিভিল সার্ভিস দিবসে আমলাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক সদিচ্ছার ফলে সংস্কার হতে পারে। তবে আমলারাই কাজ করেন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের ফলেই পরিবর্তন আসে। আমাদের সকলকে একই বিন্দুতে নিয়ে আসতে হবে। সংস্কারের জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি। আমার সেটার অভাব নেই। হয়তো একটু বেশিই আছে।’
গতে বাঁধা রাস্তার বাইরে গিয়ে আমলাদের একটি দল হিসেবে কাজ করে সংস্কার বাস্তবায়িত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, আমলাদের অভিজ্ঞতা যদি কাজের ক্ষেত্রে বোঝা হয়ে দাঁড়ায়, তাহলে তাঁদের নিজেদের বদল করার কথা ভাবতে হবে। ঔপনিবেশিক শাসকদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে আমলারা যে আচরণের শিক্ষা পেয়েছেন, সেটা এখনও সমস্যা তৈরি করছে। এক্ষেত্রে পরিবর্তন আনা দরকার। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাঁদের সাহায্য করার জন্য আমলাদের সোশ্যাল মিডিয়া, ই-গভর্ন্যান্স ও মোবাইল গভর্ন্যান্স ব্যবহারের পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
from Uttarbanga Sambad http://ift.tt/2ozODiu
April 22, 2017 at 09:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.