কলকাতা, ২২ এপ্রিল- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনের বিরুদ্ধে এ বার গোটা দেশের ডাক্তাররা একযোগে প্রতিবাদে শামিল হচ্ছেন৷ আর, এই প্রতিবাদেরই অঙ্গ হিসেবে আগামী ২৭ এপ্রিল দেশ জুড়ে জাতীয় কালো দিন পালন করতে চলেছেন ওই সব ডাক্তার৷ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) অ্যাক্ট ২০১৭, ওয়েস্ট বেঙ্গল, চালু এই আইনের বিরোধিতা করে এবং এই আইনে সংশোধনের দাবিতে এ দেশ ডাক্তারদের সব থেকে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির নির্দেশে, আগামী ২৭ এপ্রিল ওই জাতীয় কালো দিন পালন করতে চলেছে আইএমএ-র প্রতিটি রাজ্য এবং স্থানীয় শাখা৷ তবে, প্রতিবাদ হিসেবে শুধুমাত্র আবার জাতীয় কালো দিন পালনও নয়৷ কারণ, ইতিমধ্যেই যেমন এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় পার্টি হয়েছে আইএমএ-র সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি৷ তেমনই, এই আইনে সংশোধনের দাবিতে আইএমএ-র প্রতিটি রাজ্য শাখার তরফে একযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ই মেল পাঠানোরও সিদ্ধান্ত গ্রহণ করেছে সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি৷ একই সঙ্গে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) অ্যাক্ট ২০১৭, ওয়েস্ট বেঙ্গল, এই আইনে সংশোধনের দাবিতে যেমন দেশ জুড়ে ই মেল আর ঠিকানা সম্বলিত সই সংগ্রহ অভিযান চলবে৷ তেমনই, সোশ্যাল মিডিয়ায়-ও চলবে পৃথক সই সংগ্রহের অভিযান৷ আইএমএ-র প্রতিটি রাজ্য শাখার তরফে সাংবাদিক বৈঠক করে এই আইনের বিরোধিতা এবং সংশোধনের বিষয়টিও জানানো হবে৷ আইএমএ-র সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির তরফে গৃহীত এই সব সিদ্ধান্তের বার্তা ইতিমধ্যেই আইএমএ-র প্রতিটি রাজ্য শাখায় পৌঁছে গিয়েছে৷ এই বার্তা যাতে প্রতিটি রাজ্য শাখা জানিয়ে দেয় স্থানীয় শাখাগুলিকে, তার জন্য নির্দেশও পাঠিয়েছে সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি৷ এই বিষয়ে আইএমএ-র সেক্রেটারি জেনারেল, ডাক্তার আর এন ট্যান্ডনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) অ্যাক্ট ২০১৭, ওয়েস্ট বেঙ্গল, আমরা এমন আইনের বিরুদ্ধে নই৷ কিন্তু, চালু এই আইনের বিরোধিতা করছি৷ এবং, এই আইনে সংশোধন চাইছি৷ একই সঙ্গে তিনি বলেন, আগামী ২৭ এপ্রিল গোটা দেশে আমরা ন্যাশনাল ব্ল্যাক ডে পালন করছি৷ আমরা শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদে শামিল হব৷ আইএমএ-র দক্ষিণ কলকাতা শাখার সভাপতি, ডাক্তার রামদয়াল দুবের কথায়, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) অ্যাক্ট ২০১৭, ওয়েস্ট বেঙ্গল, চালু এই আইনের বিরুদ্ধে ২৭ এপ্রিল আমরা দেশ জুড়ে বড় মাপের প্রতিবাদে শামিল হচ্ছি৷ দেশ জুড়ে ওই দিন আইএমএ-র ডাক্তাররা কালো ব্যাচ পরে পরিষেবা দেবেন৷ কী কারণে আমাদের এই ন্যাশনাল ব্ল্যাক ডে, সেটা স্পষ্ট করে দিয়ে প্রতিটি হাসপাতাল এবং ক্লিনিকের নোটিশ বোর্ডে ওই দিন আমরা কালো কাপড় প্রদর্শন করব৷ একই সঙ্গে তিনি বলেন, চালু এই আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে আইএমএ-র প্রতিটি সদস্য যাতে ওয়াকিবহাল থাকেন, তার জন্য আমাদের প্রতিবাদ সভায় বিশদে এই আইনের ব্যাখ্যাও করা হবে৷ আর/১২:১৪/২২ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oZXTOM
April 22, 2017 at 06:28AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন