ঢাকা, ১১ এপ্রিল- শাকিব-অপু ইস্যুতে সোমবার থেকে উত্তাল ফিল্মপাড়া, স্যোশাল মিডিয়া, টেলিভিশন, রেডিও এবং পত্র-পত্রিকা। রীতিমত টপ অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে শাকিব খান, অপু বিশ্বাস আর তাদের ফুটফুটে সন্তান আব্রাহাম খান জয়। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। এরই মাঝে নিজের মনের ইচ্ছা ব্যক্ত করলেন এ সময়ের শীর্ষ নায়িকা মাহিয়া মাহি। মনের কথা জানালেন নিজের ফেসবুকে। শাকিব-অপুর সন্তান আব্রাহাম খান জয়ের মতোই একটা ফুটফুটে সন্তান চান তিনি। জয়ের ছবি শেয়ার করে মাহি লিখেছেন, আমি প্রতিদিন আল্লাহকে বলব, তুমি ঠিক ওর (জয়) মতোই আমাকে একটা বেবি দিও। অত্ত মায়া, অত্ত নিষ্পাপ চোখের একটা জয় দিও। এর আগে সোমবার বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের লাইভে অপু জানান, ২০০৬ সালের ১৮ এপ্রিল প্রযোজক মামুনুজ্জামান খানের উপস্থিতিতে শাকিবের সঙ্গে তার বিয়ে হয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ছেলে জয়ের জন্ম হয়। আর/১৭:১৪/১১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oUkNKr
April 12, 2017 at 12:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top