ছেলের হাতে বাবা খুন

রায়গঞ্জ, ১২ এপ্রিলঃ বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। রায়গঞ্জ থানার দেবীনগর এলাকার কাঁটাবাড়ির ঘটনা। অভিযোগ, মঙ্গলবার রাতে ফলব্যবসায়ী আনন্দ সরকার (৫০) দোকান থেকে বাড়ি ফেরার পর ছেলে রাজু সরকার তার কাছে মদ খাওয়ার টাকা চায়। বচসা বাঁধে উভয়ের মধ্যে। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে সে তার বাবাকে মারতে শুরু করে। এরপর বাবার মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করায় সেখানেই লুটিয়ে পড়েন আনন্দবাবু।

চিত্কার চেঁচামেচি শুনে আসেপাশের বাড়ির লোকজন ছুটে আসে এবং রক্তাক্ত আনন্দবাবুকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি তাকে। রায়গঞ্জ থানার পুলিশ সুপার ভরত রাঠোর বলেন, ‘অভিযুক্তর বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে।’ অভিযুক্ত রাজু সরকার এখন পুলিশের হেপাজতে। ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।



from Uttarbanga Sambad http://ift.tt/2oz0Rf6

April 12, 2017 at 09:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top