কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া গ্রেফতার

শ্রীনগর, ২৭ এপ্রিলঃ গ্রেফতার হল জম্মু কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেত্রী আসিয়া আনদ্রাবী। তার বিরুদ্ধে উপত্যকায় অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। কাশ্মীরে অশান্ত পরিস্থিতি ষোধরাতেই জন নিরাপত্তা আইনে আসিয়াকে শ্রীনগরে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করল জম্মু-কাশ্মীর পুলিশ।

জানা গিয়েছে, ইসলামিক লবিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘দুখতারান-ই-মিল্লাত’-এর প্রধান আসিয়া আনদ্রাবি। এছাড়া সরব্দলীয় হুরিয়ত কনফারেন্সেরও সদস্য সে। উপত্যকায় ইসলাম বিরোধী কোনো কাজ চোখে পড়লে তার বিরুদ্ধে ফরমান ঝজারি করাই ছিল ওই সংগঠনের কাজ। এছাড়া আসিয়া নিজে দীর্ঘদিন ধরে কাশ্মীরি মহিলাদের পাথর ছোড়ার ঘটনার নেপথ্যে তার হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া গত বছর হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর উপত্যকায় যে বিক্ষোভের আগুন জ্বলেছিল, সেখানেও প্রত্যক্ষভাবে মদত দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ছিল আসিয়া। সম্প্রতি কাশ্মীরের পরিস্থিতি অবনতি হলে পরিস্থিতি সামাল দিতে আসিয়াকে গ্রেফতার করে বড়ো পদক্ষেপ নিল মেহবুবা সরকার।

প্রসঙ্গত, আসিয়ার স্বামী আশিক হুসেন ফাকতার বিচ্ছিন্নতাবাদী দল ‘হিজবুল মুজাহিদিন’- এর প্রতিষ্ঠাতা। বর্তমানে সে জেলবন্দী।



from Uttarbanga Sambad http://ift.tt/2qjHMv5

April 27, 2017 at 11:20PM
27 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top