মিয়ামি, ৩ এপ্রিলঃ এভাবেই ফিরে আসা যায়। ঘনঘন চোটের শিকার হওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন টেনিসে শেষ ফেডেরার যুগ । কিন্তু সকলকে ভুল প্রমাণিত করে ৩৫ বছরেও বিজয়রথ ছোটাচ্ছেন ফেডেক্স। মিয়ামি মাস্টার্সের ফাইনালে রাফায়েল নাদালকে ৬-৩,৬-৪ সেটে হারালেন ফেডেরার। এই নিয়ে চলতি বছরে টানা তিনবার নাদালকে হারালেন সুইস তারকা। অস্ট্রেলিয়ান ওপেন, ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের পর এবার মিয়ামিতেও জয়। অন্যদিকে মিয়ামি মাস্টার্সে ছয়বার ফাইনালে উঠলেও খেতাব অধরা থেকে গেল নাদালের। ১৩ বছর আগে এই মিয়ামি মাস্টার্সেই প্রথম মুথোমুখি হয়েছিলেন দুই তারকা। যদিও রাফা-ফেডেক্সের দ্বৈরথে এগিয়ে রাফাই। ৩৭ বারের সাক্ষাতে নাদাল জিতেছেন ২৩ বার। এদিন প্রথম সেটে ৩-৩ পর্যন্ত তুল্যমূল্য লড়াই চলছিল। কিন্তু তারপরেই নাদালের সার্ভিস ভেঙে এগিয়ে যান ফেডেরার। ফোরহ্যান্ডে প্রায় ম্যাজিক দেখাতে শুরু করেন তিনি। যার কোনো উত্তর ছিল না নাদালের কাছে। দ্বিতীয় সেটেও একই ঘটনার পুনরাবৃত্তি। ৪-৪ অবস্থা থেকে সেট ও ম্যাচ জিতে নেন ফেডেরার। এই নিয়ে ২৬টি মাস্টার্স জিতলেন তিনি।
from Uttarbanga Sambad http://ift.tt/2nyXqBN
April 03, 2017 at 12:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন