বাবরি মামলাঃ সিবিআইকে সবুজসংকেত শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ১৯ এপ্রিলঃ ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংসে অপরাধমূলক ষড়ষন্ত্রের দায়ে অভিযুক্ত বিজেপির ১৯ জন প্রথম সারির নেতা নেতৃ। ২৫ বছর ধরে চলা এই মামলায় রায় দিল সুপ্রিমকোর্ট। ২০১০ সালে লালকৃষ্ণ আডবানি, উমা ভারতী সহ আরও ১৭ জন বিজেপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়ষন্ত্রমূলক কার্যকলাপে যুক্ত থাকার অপরাধে সিবিআইয়ের মামলা দায়ের করার দাবি আজ মেনে নিল শীর্ষ আদালত। তবে অব্যাহতি দিল তত্কালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যান সিংহকে। এলাহাবাদ হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা খারিজ হয়ে যায়। বিচারপ্রক্রিয়া এবং পরবর্তী শুনানী হবে লখনউ হাইকোর্টে। আগামী ২ মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করতে হবে বলে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে। অস্বস্তিতে পড়ল বিজেপি।



from Uttarbanga Sambad http://ift.tt/2olM44d

April 19, 2017 at 12:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top